ব্যবহারকারী

বাউল ডাটাবেজ ব্যবহারকারী

ডাটাবেজের উন্নয়ন ও সম্প্রসারণে কেন্দ্র/ দপ্তর অনুসারে ছয় ধরনের ব্যবহারকারী থাকবেন। নিম্নে ব্যবহারকারীদের সম্পর্কিত বিস্তারিত বর্ণণা করা হলো:

ডাটা এডমিনিস্ট্রেটর

ডাটাবেজে সকল ধরনের তথ্য ইনপুট দিবেন। সকল ডাটা ভেরিফাই করে সিস্টেমে অর্ন্তভূক্তির জন্য অনুমোদন দিবেন। প্রয়োজনে ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেন। সকল ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন । যে কোনও ডাটা ব্লক করে রাখতে পারবেন, ব্লক উন্মুক্ত করতে পাবেন। ডাটাবেজের প্রোগামিং-এ ভূমিকা রাখতে পারবেন এবং ডাটাবেজের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন।

ডাটা এডিটর

সকল ডাটা ভেরিফাই করে সিস্টেমে অর্ন্তভূক্তির জন্য অনুমোদন দিবেন। প্রয়োজনে ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেন। যে কোনও ডাটা ব্লক করে রাখতে পারবেন, ব্লক উন্মুক্ত করতে পাবেন। ব্লককৃত তথ্য ডাটা এডমিনিস্ট্রেটর ব্যতীত কেউ দেখতে পাবেন না।

ডাটা প্রডিউসার

সিস্টেমের সকল ডাটা দেখতে এবং ডাউনলোড/ প্রিন্ট আকারে তথ্য সংগ্রহ করতে পারবেন। ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেন না।

ডাটা সাপ্লাইয়ার

সিস্টেমের সকল ডাটা দেখতে পারবেন। ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেন না। ডাটা গানের তালিকা আকারে পিন্ট ও সকল গান ডিভিডিতে রাইট করতে পারবেন।

ডাটা প্রেজেনটার

সিস্টেমের সকল গান সম্পর্কিত ডাটা দেখতে পারবেন। ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেনন না।

ডাটা এন্ট্রি অপারেটর

ডাটাবেজে সকল ধরনের তথ্য ইনপুট দিবেন এবং সিস্টেমে অর্ন্তভূক্তির জন্য সাবমিট করবেন। প্রয়োজনে ডাটা সংশোধন ও ডিলিট করতে পারবেন।

বাউল ডাটাবেজ ব্যবহারকারী